BLANTERVIO103

পুরান ঢাকায় অহেতুক ঘোরাফেরা করায় ১৪ জনের জরিমানা

পুরান ঢাকায় অহেতুক ঘোরাফেরা করায় ১৪ জনের জরিমানা
Wednesday, April 22, 2020
পুরান ঢাকায় অহেতুক ঘোরাফেরা করায় ১৪ জনের জরিমানা
ফাইল ছবি

পুরান ঢাকায় চাঁনখারপুল ও বকশী বাজার এলাকায় অহেতুক ঘোরাফেরা করার অপরাধে ১৪ জনকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এছাড়া লকডাউন ভেঙে নারায়ণগঞ্জ থেকে গাড়ি নিয়ে ঢাকায় আসায় তিনটি গাড়ি জব্দ করা হয়।

বুধবার সকাল সাড়ে ১১টায় র‌্যাবের এ অভিযান শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৩টায়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম অভিযানে নেতৃত্ব দেন। see more

 
Share This Article :

TAMBAHKAN KOMENTAR

6022448487890513742