BLANTERVIO103

৫জি পুরনো খবর, সেনাবাহিনীর জন্য ৬জি চায় চীন

৫জি পুরনো খবর, সেনাবাহিনীর জন্য ৬জি চায় চীন
Tuesday, April 28, 2020
সারাবিশ্বের বেশিরভাগ গ্রাহক এখনো ৫জি ওয়্যারলেস পরিষেবা গ্রহণ করতে পারেনি। বলা ভালো- বিভিন্ন দেশ এখনো ৫জি প্রযুক্তি চালুর প্রাথমিক পর্যায়ে রয়েছে।
অথচ চীন ৬জি প্রযুক্তি চালুর পরিকল্পনা করছে।
জানা গেছে, সেনাবাহিনীর ব্যবহারের জন্য ৬জি প্রযুক্তি চালু করতে যাচ্ছে চীন। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ৬জি প্রযুক্তি চালুর ব্যাপারে এরই মধ্যে কাজ শুরু হয়ে গেছে। চীনের সাধারণ গ্রাহকদের আগে সেনাবাহিনী
এটি ব্যবহার শুরু করবে।
চলতি মাসের শুরুর দিকে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নিয়ন্ত্রিত ন্যাশনাল ডিফেন্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যদি যুদ্ধক্ষেত্রে ৬জি প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে ৫জির তুলনায় অনেক বেশি সুবিধা পাওয়া যাবে। see more
 
Share This Article :

TAMBAHKAN KOMENTAR

6022448487890513742