BLANTERVIO103

করোনা সন্দেহভাজন রোগীদের ভর্তির বিষয়ে নির্দেশনা

করোনা সন্দেহভাজন রোগীদের ভর্তির বিষয়ে নির্দেশনা
Thursday, April 30, 2020

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীকে কোনো হাসপাতালে ভর্তি করা সম্ভব না হলে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সব সরকারি, বেসরকারি হাসপাতালের উদ্দেশে স্বাস্থ্য অধিদপ্তর আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে বলা হয়, সরকারি বা বেসরকারি হাসপাতালে কোনো মুমূর্ষু রোগী কোভিড-১৯ এ আক্রান্ত বলে যদি সন্দেহ হয় এবং কোনো কারণে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা সম্ভব না হয় সেক্ষেত্রে ওই রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সম্পর্কিত সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হল। নিয়ন্ত্রণ কক্ষ থেকে ওই রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করা হবে। এই ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের জন্য চারটি ফোন নম্বর দেওয়া হয়েছে। সেগুলো হলো-০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ ও ০১৩১৩৭৯১১৪০।
করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে শ্বাস কষ্ট ও জ্বরে আক্রান্ত রোগীরা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। অনেক হাসপাতালেই জ্বর, শ্বাসকষ্ট বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার লক্ষণ থাকা অন্য রোগে আক্রান্ত রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে না। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তর এই নির্দেশ দিয়েছে।  see more
 
Share This Article :

TAMBAHKAN KOMENTAR

6022448487890513742