BLANTERVIO103

করোনার রোগীর বাড়ি লকডাউন করে ফিরে জানলেন নিজেও আক্রান্ত

করোনার রোগীর বাড়ি লকডাউন করে ফিরে জানলেন নিজেও আক্রান্ত
Wednesday, April 29, 2020

উপজেলায় এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ব্যক্তি শনাক্ত হয়েছেন। এ খবর পেয়ে শশব্যস্ত হয়ে ছুটে যান উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা। আক্রান্ত ওই ব্যাংক কর্মকর্তার বাড়ি লকডাউনসহ (অবরুদ্ধ) অন্যান্য ব্যবস্থা নিয়ে ফেরেন নিজের কমর্স্থলে। তখনই ওই কর্মকর্তা জানতে পারেন, তিনি নিজেও করোনা ‌'পজিটিভ' ।
ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জে। আক্রান্ত ওই ব্যক্তি (৩৪) উপজেলা প্রশাসনের শীষর্স্থানীয় কর্মকর্তা। তিনি বতর্মানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের সিভিল সার্জন মো.সাখাওয়াত উল্লাহ ।
উপজেলা প্রশাসনের আক্রান্ত ওই কর্মকর্তা বলেন, ‌'আমার করোনার কোনো উপসগর্ নেই।কিন্তু সার্বক্ষনিক আমাকে করোনা নিয়ে মাঠে কাজ করতে হচ্ছে। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৭ এপ্রিল আমারা নমুনা নেওয়া হয়। বুধবার দুপুরে পরীক্ষার প্রতিবেদন ‌করোনা 'পজিটিভ' এসেছে। তবে এতে আমি একটুও ভীত নই।'
ওই কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলায় প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের খবরটি দুপুরে তাঁরা পান। আক্রান্ত ব্যক্তি (৩৮) ঢাকায় একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে পরিবার থাকে হাজীগঞ্জ বাজারের একটি বাড়িতে। ১৮ এপ্রিল তিনি ঢাকা হাজীগঞ্জে পরিবারের কাছে আসেন। এর মধ্যে চট্টগ্রামে তাঁর শ্বশুর মারা যান। তিনি চট্টগ্রামে গিয়েছিলেন।উপসর্গ না থাকলেও সেখান থেকে ফেরার পর তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বুধবার আসা প্রতিবেদনে তাঁর করোনা ‌'পজিটিভ' আসে।  see more
 
Share This Article :

TAMBAHKAN KOMENTAR

6022448487890513742