BLANTERVIO103

করোনা রোগীদের যে ছয়টি উপসর্গ বেশি দেখা যাচ্ছে

করোনা রোগীদের যে ছয়টি উপসর্গ বেশি দেখা যাচ্ছে
Tuesday, April 28, 2020

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস অ্যান্ড কন্ট্রোল প্রিভেনশন (সিডিসি) করোনাভাইরাসের ছয়টি উপসর্গের বিষয়টি উল্লেখ করেছে। এই ছয়টি উপসর্গ করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কারো মধ্যে এই ছয়টি উপসর্গ দেখে করোনাভাইরাস পরীক্ষা না করেই অনুমান করা সম্ভব। সিডিসি বলছে, এসব উপসর্গ করোনা আক্রান্তের দুই থেকে ১৪ দিন পর দেখা দিতে পারে।
উসর্গগুলো হলো-
১. শরীর শীতল হয়ে যাওয়া।
২. হঠাৎ করেই ঠান্ডা লেগে শরীর কাঁপতে শুরু করতে পারে।
৩. পেশীতে তীব্র ব্যথা অনুভূত হতে পারে। বিশেষ করে ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথায় কুঁকড়ে যেতে পারে।
৪. ব্যাপকহারে মাথা ব্যথা করতে পারে।
৫. গলা ব্যথা হতে পারে। এমনকি কোনো কিছু খাওয়ার সময় তো বটেই, স্বাভাবিক অবস্থায়ও তীব্র ব্যথা হতে পারে।
৬. গন্ধ নেওয়ার ক্ষমতা এবং জিহ্বার স্বাদ চলে যেতে পারে।  see more
 
Share This Article :

TAMBAHKAN KOMENTAR

6022448487890513742