BLANTERVIO103

শক্তিশালী ঘূর্ণিঝড় উম্পুন ধেয়ে আসছে

শক্তিশালী ঘূর্ণিঝড় উম্পুন ধেয়ে আসছে
Friday, April 24, 2020

এপ্রিল মাসের শেষ বা মে মাসের শুরুতে বঙ্গোপসাগরে হানা দিতে পারে ঘূর্ণিঝড় উম্পুন। কোথায় আছড়ে পড়বে এটি, সেই সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
'উম্পুন' নামটি থাইল্যান্ডের দেয়া। ঘূর্ণিঝড়ের বর্তমান তালিকায় এটাই শেষ নাম।
এপ্রিলের শেষের দিকে নিম্নচাপ সূষ্টি হতে পারে। সেই নিম্চাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে নাম হবে উম্পুন। আন্দামান ও নিকোবারের দ্বীপগুলোতে এই ঝড়ের প্রভাব বেশি পড়বে বলে মনে করছে ভারতীয় আবহাওয়া দফতর।
এপ্রিল বা মে মাসে হওয়া ঘূর্ণিঝড়ের ভারতীয় মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসার প্রবণতা কম। ১৮৯১ সাল থেকে এখনও পর্যন্ত এপ্রিলের কোনও ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে আঘাত হানেনি। ভারতের পূর্ব উপকূলে আছড়ে পড়েছে মাত্র চারটি ঘূর্ণিঝড়। বাকি ২৪টি বাংলাদেশ বা মিয়ানমারের ক্ষতি করেছে। see more
 
Share This Article :

TAMBAHKAN KOMENTAR

6022448487890513742